ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

দেশ ছাড়ার কথা ভাবছেন তাসরিফ খান

গায়ক তাসরিফ খান

বিনোদন ডেস্কঃ সামাজিক বৈষম্য, দুর্যোগ কিংবা অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে বারবার ছুটে গেছেন তিনি। নিজের গান দিয়েও জুগিয়েছেন প্রতিবাদ আর আশার শক্তি। এমন একজন তাসরিফ খান ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তিনি। তরুল এই শিল্পী জানালেন দেশ ছাড়ার কথা।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তাসরিফ বলেন, দেশের বর্তমান রাজনীতি, সামাজিক অবক্ষয়, নিরাপত্তাহীনতা এবং মনস্তাত্ত্বিক চাপ তাকে দারুণভাবে ভেঙে দিয়েছে। এ কারণেই ভবিষ্যতে দেশের বাইরে চলে যাওয়ার চিন্তা করছেন তিনি।

তাসরিফ বলেন, “ছোটবেলা থেকেই বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু এখন মনে হয়, হয়তো আর থাকব না। নোংরামি যা চারপাশে চলছে, তা নিতে পারছি না। আমি দেশকে খুব ভালোবাসি, কিন্তু এসব এখন সহ্য হয় না। হয়তো দুই-তিন বছরের মধ্যে আমি দেশের বাইরে চলে যাব।”

তবে দেশপ্রেম কিংবা মানুষের পাশে দাঁড়ানো থেকে সরছেন না তাসরিফ। বরং বলেন, “দেশের সেবা করার জন্য আমাকে খুব বড় কিছু হতে হবে না। আমি গান গেয়েই সেটা করে যেতে চাই।”

আরও পড়ুন

‘রাজার রাজ্যে সবাই গোলাম’, ‘মধ্যবিত্ত’, ‘ময়না রে’ থেকে শুরু করে ‘ব্যাচেলর’—তাসরিফের গান মানেই এক ধরনের আর্তি, প্রতিবাদ আর ভালোবাসা। সেই গানই তাকে পৌঁছে দিয়েছে কোটি মানুষের হৃদয়ে।

শুধু গানে নয়, মানবিক কর্মকাণ্ডেও ছিলেন সবার আগে। কখনও বন্যায়, কখনও অগ্নিকাণ্ডে, কখনও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন মানুষের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

বগুড়ায়  চাচা হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

একটা সময় সারা রাত জেগে থাকতেন ক্যাটরিনা, কেনো?