ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

এনটিআরসিএ ভবনের সামনে বাদ পড়া চাকরিপ্রত্যাশীদের অবস্থান

এনটিআরসিএ ভবনের সামনে বাদ পড়া চাকরিপ্রত্যাশীদের অবস্থান, ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক: অষ্টাদশ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা। রোববার (১৫ জুন) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে অবস্থান নেয় তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রায় ২৩ হাজার ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য ও জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পরও ফেল করেছেন। এ সময় এনটিআরসিএতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর রয়েছে বলেও অভিযোগ করেন।

তারা আরও বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে তাদের ফেল করানো হয়েছে। এ সময় ফলাফলকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বতিল করে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ৪ জুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। ৮১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। তারমধ্যে ৬০ হাজার ৫২১ জন পাস করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর