ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

ইসরাইলে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানের

ইসরাইলে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। শনিবার (১৪ জুন) ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এই সংঘাত গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে শেষ হবে না এবং ইরানের হামলা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। ইসরাইল এর জন্য অনুতাপ করবে। ইসরাইল শুক্রবার ভোরের দিকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বাপক হামলা চালায়। জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরাইলে অন্তত তিনজন এবং কয়েক ডজন আহত হয়েছে।

এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। টেলিগ্রামে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইরানে ইসরাইলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়, তাদের উদ্দেশ্য, ইসরাইলের জন্য সব রকম হুমকি নির্মূল করা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর