ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিততে আর ৬৯ রান দরকার দক্ষিণ আফ্রিকার। এইডেন মারক্রাম ও টেম্বা বাভুমার শক্ত জুটিতে দিন শেষে প্রোটিয়সদের সংগ্রহ ২ উইকেটে ২১৩ রান। 

২৮২ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওভারে রায়ান রিকেলটনকে হারায়। স্টার্কের বল ব্যাটের কানায় স্পর্শ করে ক্যারির গ্লাভসে জমা পড়ে। 

পরে উইয়ান মুল্ডারকে ফেরান স্টার্ক। ১৮তম ওভারে কাভারে মার্নাস লাবুশেনকে সহজ ক্যাচ তুলে দেন প্রোটিয়া ব্যাটার। ২৭ রানের তার বিদায়ে ভাঙে ৬১ রানের জুটি।

৭০ রানে ২ উইকেট পড়ার পর দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায়। যদিও ভাগ্যের ছোঁয়া ছিল। ২ রানে প্রথম স্লিপে স্টিভ স্মিথের হাত ফসকে জীবন পান বাভুমা। বলের আঘাতে ডানহাতের কনিষ্ঠার হাড় সরে গেলে ব্যথায় মাটিতে লুটে পড়েন স্মিথ। নিজে থেকেই মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজও বোধহয় শেষ হয়ে গেলো তার।

বাকি সময়ে চলে বাভুমা ও মারক্রামের দাপট। অজি বোলারদের ঘাম ছুটিয়ে লক্ষ্যটাকে নাগালের মধ্যে নিয়ে এসেছেন তারা।

আরও পড়ুন

মারক্রাম শেষ বিকালে ১৫৬ বলে সেঞ্চুরি করেছেন। ৮ চারে সাজানো তার ১১তম শতক, চতুর্থ ইনিংসে তৃতীয়বার দুই অঙ্কের ঘরে। ইনজুরিতে খানিকটা অস্বস্তি নিয়ে দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেছেন বাভুমা। দুজনের শক্ত জুটিতে দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২১৩ রান। 

১০২ রানে মারক্রাম ও ৬৫ রানে বাভুমা অপরাজিত আছেন। ২৩২ বলে তারা ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে নতুন দিন শুরু করবেন তারা।


এর আগে অস্ট্রেলিয়া স্টার্কের ১১তম ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ২০৭ রানে থামে। তাতে লক্ষ্য দাঁড়ায় ২৮২ রানের। প্রথম ইনিংসে ২১২ রান করে তারা দক্ষিণ আফ্রিকাকে ১৩৮ রানে অল আউট করে। দুই দিনে পড়েছিল ১৪ উইকেট। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের 

বিএনপি কার্যালয়ে চীনা রাষ্ট্রদূত

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকার প্রতারণা

ডিপজলের বিরুদ্ধে মামলা