ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দৈনিক করতোয়া সংবাদ প্রকাশের পর

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের বিশালপুরে সুদের টাকার জন্য গাভী নিয়ে যাওয়ার ৪৮ ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রানী (৪৫) নামে এক গৃহবধূ। জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়া গ্রামের অঞ্জলী রানী একই গ্রামের ভিম বর্মনের ছেলে ছিরেন বর্মন, ছফেন বর্মনের ছেলে চঞ্চল, কালু বর্মনের ছেলে গৌতম বর্মন, প্রভাত বর্মনের ছেলে অশোক বর্মনের নিকট থেকে ২ বছর আগে ৫০ হাজার টাকা নেয়।

অঞ্জলী তাদের ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বেশ কিছুদিন হলো তারা আরো  সুদের ৫০ হাজার টাকার দাবিতে নানা রকম হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিনের বেলায় মাঠের মধ্যে হতে অঞ্জলীর গাভীটি জোর করে নিয়ে যায়। পরে অঞ্জলী জানতে পেরে গাভিটি আনতে গেলে তারা ৫০ হাজার টাকা ছাড়া গাভি দেবেনা বলে জানিয়ে দেয়।

এই ঘটনায় অঞ্জলী রাণী শেরপুর থানায় ১০ জুন লিখিত অভিযোগ দাখিল করলে দৈনিক করতোয়া পত্রিকায় একটি সংবাদ প্রকাশ পায়। ১২ জুন পুলিশ তাৎক্ষনিক এলাকায় গিয়ে গাভীটি উদ্ধার করে অঞ্জলী রাণীকে ফেরত দেন।

আরও পড়ুন

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মোক্কাস আলী জানান, অভিযোগটি পাওয়ার পর আমি এলাকায় গিয়ে কোন শর্ত ছাড়াই গাভীটি উদ্ধার করে অঞ্জলী রাণীকে দিয়ে এসেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা

হাসিনা আমলের পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না : সিইসি

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের