ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নোয়াখালীতে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী সদরে ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানসহ আত্মহত্যা করেছেন ওই নারী।  ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দরবেশপুর গ্রামের মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ রাতে গিয়ে তাদের লাশ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পোস্ট মর্ডেমের জন্য পাঠায়। 

নিহতরা হলেন, মো.রুবেলের স্ত্রী রাবেয়া বসরী রাহী (২৭) ও তার মেয়ে মাইশা (৪)।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে রাহীকে বিয়ে করে রুবেল। তিনি একটি মাংসের দোকানে চাকরি করেন। গত ১০ জুন রাহী তার বোনকে মুঠোফোনে কল দিয়ে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যার হুমকি দেয়। রাহীর অভিযোগ ছিল তার স্বামী নেশা ও জুয়া খেলে টাকা নষ্ট করে। তার অন্য দুই ভাই নতুন ঘর তৈরি ও জীবনে উন্নতি করলেও তার স্বামী কোনো ঘর তৈরি বা কোনো উন্নতি করতে পারেনি। সংসারের দিকে সে তেমন খেয়াল রাখে না। রুবেল তার বোনদের বেশি সহযোগিতা করতো। এসব ঘটনার জেরে রাহী স্বামীর ওপর অভিমান করে। সন্ধ্যার দিকে নিহতের স্বামী কাজ থেকে বাড়ি ফিরেন। একপর্যায়ে দেখেন স্ত্রী ও মেয়ের মরদেহ তার শয়ন কক্ষের আঁড়ার সঙ্গে দুটি রশিতে ঝুলছে। পরে তার শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর ও বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

দ্রুত নির্বাচন দিন, দেশে শান্তি ফিরবে : মির্জা আব্বাস

সিরাজগঞ্জ চায়না বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এসি মিলানে যোগ দিয়ে যা বললেন লুকা মদ্রিচ

গাইবান্ধার পলাশবাড়ীর অর্থের বিনিময়ে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের অভিযোগ

পাবনার  চাটমোহরে যুবদল নেতার আত্মহত্যা