ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দুদিন পরই প্রচারে আসছে অপূর্ব -তটিনী’র ‘ফিরে আসা’

অপূর্ব -তটিনী

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাটকের দর্শক এখনো যার নতুন নতুন নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তিনি হলেন দুই বাংলায় সমাদৃত জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকপ্রেমী দর্শকের কাছে জুটি হিসেবে বেশ প্রিয় অপূর্ব-তটিনী জুটি। অপূর্ব ও তটিনীকে নিয়ে মেধাবী নাট্যনির্মাতা রুবেল হাসান প্রথম নির্মাণ করেছিলেণ নাটক ‘বহিরাগত’। এই নাটকে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রুনা খান।

এ নাটকে অভিনয় করে অভিনয় জীবনের শুরুতেই বেশ আলোচনায় এসেছিলেন তটিনী। আর এর পরের পথচলাতো সবারই জানা। একই পরিচালকের ‘মি. অ্যাবসেন্ট মাইণ্ডেড’ নাটকেও অপূর্ব-তটিনী জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। ইউটিউবে প্রকাশিত এই নাটকটি আর কয়েকদিনের মধ্যে কোটির ঘর স্পর্শ করবে। সেই একই সময়ে রুবেল হাসান অপূর্ব তটিনীকে নিয়ে নির্মাণ করেছিলেন আরো একটি নাটক। নাম ‘ফিরে আসা’। এই নাটকের গল্প ভাবনা অপূর্ব’র। নাকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির মিউজিক করেছেন প্রত্যয় খান। পরিচালক রুবেল হাসান জানান আগামী ১৫ জুন নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

অপূর্ব বলেন,‘ একই সময়ে পরপর দুটি নাটকে অভিনয় করেছিলাম। দু’টি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে সেই ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। রুবেল , সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভ’সহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে দুটি কাজই ভালো করার চেষ্টা করেছিলো। আর আমার শতভাগ চেষ্টাতো থাকেই সবসময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে সেটা বুঝাই যাচ্ছে। একটি কাজতো এরইমধ্যে অনেক সাড়া ফেলেছে। আশা করছি ফিরে আসাও দর্শকের মধ্যে সাড়া ফেলবে।’

আরও পড়ুন

তটিনী বলেন,‘ অপূর্ব ভাইয়ার সঙ্গে সেই সময় অনেকদিন পর কাজ হওয়ায় একটু নার্ভাস ছিলাম আমি। অপূর্ব ভাইয়া এমন একজন অভিনেতা যার সঙ্গে আমাদের জেনারেশনের শিল্পীদের কাজ করতে পারাটা পরম ভালোলাগার। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ। তারসঙ্গে অভিনয় করলে অভিনয়ে স্কুলিংটা খুউব ভালো হয়। পরপর দু’টি নাটকে অভিনয় করেও আমি অভিনয়ে নতুন আরো অনেক কিছু র্শিখতে পেরেছি। এটাই অনেক বড় বিষয়। আর রুবেল ভাই এমন একজন পরিচালক যিনি এডিটিং-এর উপর ভরসা করে নাটক নির্মাণ করেন না। প্রতিটি দৃশ্য ধারনের ক্ষেত্রে তার প্রস্তুতি থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা

হাসিনা আমলের পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না : সিইসি

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের