ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বাংলাদেশে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অংশ নেবে না ভারত

বাংলাদেশে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অংশ নেবে না ভারত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ হবে ১১-২২ জুলাই। ঢাকার কিংস অ্যারেনাতে হবে  টুর্নামেন্টটি। শুরুতে পাঁচটি দেশের তাতে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে শক্তিশালী ভারত নাম প্রত্যাহার করে নিয়েছে।  

এখন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে হবে সাফের আসরটি। সাফ সূত্রে জানা গেছে এমন তথ্য। ভারতীয় নারী দল বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। সাফ সূত্র জানিয়েছে, ভারতের না খেলার কারণ কী, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তারা।ভারত সরে যাওয়ায় টুর্নামেন্টের ফরম্যাটেও বদল এসেছে। এখন চার দল একে অন্যের সঙ্গে দুইবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দল পাবে শিরোপা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা

হাসিনা আমলের পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না : সিইসি

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের