ভিডিও সোমবার, ১৬ জুন ২০২৫

বগুড়ায় ঈদের দিন বাসচাপায় বাবা-ছেলে নিহতের ঘটনায় চালক গ্রেফতার

বগুড়ায় ঈদের দিন বাসচাপায় বাবা-ছেলে নিহতের ঘটনায় চালক গ্রেফতার, ছবি: রাহেনুর ইসলাম।

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ঈদের দিন সকালে নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জুন) রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়। বাসচালক জসিম বরগুনার কুদিঘাটা এলাকার আজাহার আলীর ছেলে। তবে তিনি গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন।

বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে আয়োজিত সম্মেলনে কথা বলেন অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ। ছবি: রাহেনুর ইসলাম।

আজ বুধবার (১১ জুন) বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ। তিনি বলেন, প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সোর্সের সহায়তায় শনাক্ত করা হয় জোয়ানা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-০৯০৯)। এই বাসই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিল বলে নিশ্চিত হয় পুলিশ। বাসটির চালক ছিলেন বরগুনার জসিম উদ্দিন। গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন তিনি। জসিমকে গ্রেফতারের পাশাপাশি সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে বাসটিও আটক করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বাস ও চালক বর্তমানে হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

জোয়ানা পরিবহনের ঘাতক বাস (ঢাকা মেট্রো-ব-১৩-০৯০৯)। ছবি: রাহেনুর ইসলাম।

উল্লেখ্য, গত ৭ জুন ঈদের দিন সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় প্রাণ হারান মো. চাঁন মিয়া (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে আবদুল্লাহ। ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় বাবা-ছেলে। নিহত চাঁন মিয়া নিজেও একজন বাসচালক ছিলেন। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই রাজা মিয়া শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

৫৮ বছরেও পেশাদার ফুটবলে খেলে চলেছেন ‘কিং কাজু’

জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর নিহত

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীতে ২ স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আটক ১

শুটিংয়ে নিখোঁজ মডেল, খালে মিলল মরদেহ