ভিডিও শুক্রবার, ১৩ জুন ২০২৫

ওয়াশিংটন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে না : মার্কিন রাষ্ট্রদূত

ওয়াশিংটন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে না : মার্কিন রাষ্ট্রদূত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওয়াশিংটন এখন আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে না। 

সম্প্রতি ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাবিকে প্রশ্ন করা হয়-যুক্তরাষ্ট্র কি এখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে? জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না।’ ডোনাল্ড ট্রাম্পের মনোনীত এই প্রাক্তন আর্কানসাস গভর্নর আরও বলেন, ভবিষ্যতে যদি কখনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা চিন্তা করা হয়, তাহলে তা যেন ইসরায়েলের কোনো ভূখণ্ড ব্যবহার না করে হয়। এমনকি তিনি পরামর্শ দেন, ‘একটি মুসলিম দেশের অংশবিশেষ নিয়ে’ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের চিন্তা করা যেতে পারে। বিবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে হাকাবি বলেন, ‘মুসলিম দেশগুলোর মোট ভৌগোলিক এলাকা ইসরায়েলের তুলনায় ৬৪৪ গুণ বড়। তাই যদি সত্যিই ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি কারও আগ্রহ থাকে, তবে তারা হয়তো কিছুটা জায়গা দিতে পারে।’

বিশ্লেষকেরা বলছেন, হাকাবির বক্তব্য যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মধ্যপ্রাচ্যনীতি থেকে মুখ ফেরানোরই স্পষ্ট ইঙ্গিত দেয়। যদিও যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষপাতী ছিল, ট্রাম্প প্রশাসন প্রথম মেয়াদেই সে নীতিকে উপেক্ষা করেছিল। দ্বিতীয় মেয়াদে সেই অবস্থান এখন আরও সুস্পষ্ট হয়ে উঠছে। হাকাবির বক্তব্য প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, এই মন্তব্যটি মার্কিন প্রশাসনের মূলনীতির বড় পরিবর্তনের প্রতিফলন।

আরও পড়ুন

জর্জটাউন ইউনিভার্সিটির সেন্টার ফর কনটেম্পোরারি আরব স্টাডিজের গবেষক ও ফিলিস্তিনি আলোচকদের সাবেক উপদেষ্টা খালেদ এলগিন্ডি বলেন, ‘এই প্রশাসন ফিলিস্তিনের ভূখণ্ডগত ও রাজনৈতিক অস্তিত্ব উভয়কেই মুছে দিতে চায়। ট্রাম্পের আগের মেয়াদে তারা এমন একটি ‘ফিলিস্তিন রাষ্ট্র’-এর ধারণা দিয়েছিল, যার সার্বভৌমতা থাকবে না। এখন তারা সেটির ভানও করছে না।’

বিশ্লেষকদের মতে, গাজা সংকটের মধ্যেই এই বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা সৌদি আরবের

ইসরাইলের পরিকল্পনা আগে থেকেই জানতাম: ট্রাম্প

মারা গেছেন কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় 

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান ড. ইউনূসের, হতাশ টিউলিপ

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক দুপুরে