ভিডিও সোমবার, ১৬ জুন ২০২৫

সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ

সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত লড়াইয়ের পরও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেল বাংলাদেশ। গোল পরিশোধে অতিরিক্ত ৭ মিনিট সময় হাতে পেয়েও কাজে লাগাতে পারেনি ফুটবল টাইগাররা।

মঙ্গলবার (১০ জুন) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।

চার দিন আগে ভুটানকে হারিয়ে মাঠে ফিরেছিল বাংলাদেশ ফুটবল। সেই জয় কিছুটা আশাবাদী করেছিল ফুটবলপ্রেমীদের। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সেই ছন্দটা হারিয়ে যায়। গ্যালারিভর্তি দর্শক, রাতের আলোয় ঝলমলে স্টেডিয়াম—সবকিছু ছিল প্রস্তুত এক ঐতিহাসিক মুহূর্তের জন্য, কিন্তু ম্যাচ শেষে ফিরেছে হতাশা।

প্রথমার্ধের অন্তিম মুহূর্তে সিঙ্গাপুর এগিয়ে যায় সং উই ইয়াংয়ের গোলে। গোলকিপার মিতুলের ভুল ফিস্টিং এবং বাংলাদেশের রক্ষণে সমন্বয়ের অভাব কাজে লাগায় অতিথিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ইকসান ফান্দি। বক্সে গোলকিপার মিতুল প্রথম শট ঠেকালেও ফিরতি বল পেয়ে পোস্টে পাঠিয়ে দেন ফান্দি।

ম্যাচে একটু আশার আলো দেখা যায় ৬৭ মিনিটে। হামজা চৌধুরীর বাড়ানো দারুণ পাসে গোল করেন রাকিব হোসেন। সেই গোলে গ্যালারিতে ফিরে আসে গর্জন। কিন্তু ততক্ষণে ম্যাচ বাংলাদেশের হাতছাড়া হয়ে গেছে।

খেলার শুরু থেকেই সিঙ্গাপুর ছিল আক্রমণাত্মক। তবে বাংলাদেশও পিছিয়ে ছিল না। প্রথমার্ধে সমিত সোমের পা থেকে এসেছে একের পর এক আক্রমণের সূচনা, যদিও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন রাকিব-ফাহামেদুলরা। ফাহামেদুল ইসলাম ও শাকিল আহাদও বেশ কয়েকবার সিঙ্গাপুরের রক্ষণভাগে ভীতি ছড়ান।

১৬তম মিনিটে বাংলাদেশকে বড় এক বিপদ থেকে রক্ষা করেন ভাগ্য। ইকসান ফান্দির হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

আরও পড়ুন

এই ম্যাচ ছিল কানাডা প্রবাসী সমিত সোমের অভিষেক। হামজা ও ফাহামেদুলের আগমনে দলের কাঠামোতে এসেছে পরিবর্তন। দর্শকদের মধ্যেও এসেছে এক নতুন আশার সঞ্চার। কিন্তু এই রাতটা যেন ভুলে যাওয়ার মতো।

এশিয়ান কাপ বাছাইয়ে পথ কঠিন হয়ে গেল বাংলাদেশ দলের জন্য। তবে এখনও লড়াই বাকি। সমর্থকদের আশা, এই হার থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো কিছু উপহার দেবে লাল-সবুজরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে শতাধিক পরিবার ভিটে মাটি হারা

পাইরেসির শিকার ‘তাণ্ডব’ নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা

এবার ঢাকায় স্বজনদের জন্য হটলাইন চালু

ময়মনসিংহে সড়কের পাশে পড়ে ছিল ছাত্রলীগ নেতার লাশ

রংপুরে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরে লিচুর মৌসুমে দেড় লাখ নারী ও কিশোরের কর্মসংস্থান