ভিডিও শুক্রবার, ১৩ জুন ২০২৫

বগুড়ার সোনাতলার পদ্মপাড়া-পাকুল্লা সড়কের বেহাল দশা

বগুড়ার সোনাতলার পদ্মপাড়া-পাকুল্লা সড়কের বেহাল দশা। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পদ্মপাড়া-পাকুল্লা সড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবত সড়কটির এমন বেহাল অবস্থায় চলাচলকারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পদ্মপাড়া-পাকুল্লা সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির দূরত্ব মাত্র এক কিলোমিটার। সড়কটি পদ্মপাড়া থেকে মিলনের পাড়া তিনমাথা মোড়ে গিয়ে পাকুল্লা-হরিখালী রাস্তার সাথে মিলিত হয়েছে। স্থানীয়রা জানান, উক্ত সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য বসতবাড়ি।

বসতবাড়িগুলো রাস্তার তুলনায় অনেক উঁচু। ফলে সামান্য বৃষ্টিতে বাড়ির পানি রাস্তার ওপর দিয়ে গড়ে অন্য পাশে যাওয়ার কারণে রাস্তাটির বিভিন্ন স্থানে ধসে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অপরদিকে কার্পেটিং উঠে গিয়ে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

আরও পড়ুন

পদ্মপাড়া বাজার থেকে পাকুল্লা বাজার ও ইউনিয়ন পরিষদে যাতায়াতের সড়কটি দীর্ঘদিন যাবত সংষ্কার না করায় ওই এলাকার ১২ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিনের বেলায় ওই সড়ক দিয়ে চলাচল করা গেলেও রাতের অন্ধকারে হেঁটে চলাও কষ্টকর।

পাকুল্লা ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম বলেন, রাস্তাটি এলজিইডি’র। তাই ওই সড়ক সংষ্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলজিইডি’র। সড়ক সংষ্কারে এলজিইডি নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, সড়কটি সংষ্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ এলেই টেন্ডার আহবান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসা থেকে রওয়ানা দিয়েছেন তারেক রহমান

নানার বাড়ি বেড়াতে গিয়ে যমুনায় গোসলে নেমে লাশ হয়ে ফিরলেন বগুড়ার শাজাহানপুরের কলেজ ছাত্র  তমাল

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করল ইরান

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা সৌদি আরবের

ইসরাইলের পরিকল্পনা আগে থেকেই জানতাম: ট্রাম্প

মারা গেছেন কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয়