ভিডিও সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০৩:০৬ দুপুর

জোভানের ‘আশিকি’ নিয়ে ইউটিউবে ‘তাণ্ডব’

জোভানের ‘আশিকি’ নিয়ে ইউটিউবে ‘তাণ্ডব’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অনলাইনে নাটকপ্রেমীদের মন জয় করে নিয়েছে জোভান অভিনীত বিশেষ নাটক ‘আশিকি’। মুক্তির আগে থেকেই নাটকের একটি গানের ক্লিপ ঘিরে তৈরি হয় ব্যাপক চর্চা ও ট্রোল। তবে মুক্তির পরপরই নাটকটি দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।

৮ জুন রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘আশিকি’ মাত্র দু’দিনের মাথায় পৌঁছে গেছে ৫০ লাখ ভিউয়ের ঘরে। এই সাফল্যে নাটকটি উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে। এমনকি, তালিকায় অনেক পেছনে রয়েছে শাকিব খানের আলোচিত গান ‘লিচুর বাগানে’। এই পরিসংখ্যান থেকেই নাটকটির জনপ্রিয়তা অনুমান করা যাচ্ছে। নাটক বিশ্লেষকদের মতে, এবারের ঈদে যত নাটক মুক্তি পেয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘আশিকি’। বিশেষ করে নাটকের গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ে মিলেছে দর্শকদের ভূয়সী প্রশংসা।

নাটকে জোভানকে দেখা যাচ্ছে ‘আশিক’ নামের একজন মধ্যবিত্ত পরিবারের তরুণ হিসেবে, যে তার বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। গান গাইতে ভালোবাসা থেকেই তার স্বপ্ন বড় গায়ক হওয়ার। ওই কলেজেই তার পরিচয় হয় ধনাঢ্য পরিবারের শিক্ষার্থী ‘জেস’-এর সঙ্গে, যিনি কলেজে দাপটের সঙ্গে চলেন। এই চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা। গল্পটি কেবল প্রেমকাহিনি নয়। বরং এতে আছে সম্পর্কের জটিল বাঁক, আবেগ আর বিষাদের মেলবন্ধন। আছে দর্শকদের মন ছুঁয়ে যাওয়া দুইটি অসাধারণ গানও। অনেকেই বলছেন, ‘আশিকি’ যেন নাটক নয়, ইউটিউবে মুক্তি পাওয়া পূর্ণাঙ্গ একটি মেলোড্রামাটিক সিনেমা।

আরও পড়ুন

নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। পারভেজ ইমামের লেখা চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন খায়ের খন্দকার। প্রযোজনা ও পরিবেশনায় ছিলেন এসকে সাহেদ আলী পাপ্পু। ঈদুল আজহার আনন্দে ‘আশিকি’ হয়ে উঠেছে একটি ব্যতিক্রমী সংযোজন, যা শুধু ইউটিউবে নয়, দর্শকের হৃদয়ে তৈরি করেছে স্থায়ী জায়গা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে পানি জমে থাকা নিচু জমিতে বাড়ছে পানি ফলের চাষ

দিনাজপুরে নিঃসন্তান দম্পতির কাছে নবজাতককে হস্তান্তর 

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মন্টু নামের এক যুবকের মৃত্যু

পাবনার আটঘরিয়ার নিখোঁজ ২ মাসের শিশু ১৬ ঘণ্টা পর আদমদীঘিতে উদ্ধার

চাঁদাবাজি একটি দলের জিআই পণ্য : রাকসু ভিপি

রংপুরে কারাবন্দি ব্যবসায়ীর মৃত্যু