ভিডিও শুক্রবার, ১৩ জুন ২০২৫

চট্টগ্রামে সাঁতার শেখাতে গিয়ে চাচা-ভাতিজার মৃত্যু

চট্টগ্রামে সাঁতার শেখাতে গিয়ে চাচা-ভাতিজার মৃত্যু

নিউজ ডেস্ক:   চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া এলাকায় পুকুরে সাঁতার শেখাতে গেলে চাচা নাছির ও ভাতিজা আইরিয়ান পানিতে ডুবে দুই জনেরই মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও একই বাড়ির বাহার উদ্দিনের ছেলে মোহাম্মদ আইরিয়ান (১৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

জানা যায়, আইরিয়ানের পরিবার চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় বসবাস করেন। ঈদুল আজহা উপলক্ষ্যে গ্রামের বাড়ি আসেন তারা। দুপুরে চাচা-ভাতিজা পুকুরে গোসল করতে গেলে নাছির ভাতিজাকে সাঁতার শেখাতে চেষ্টা করেন। একপর্যায়ে আইরিয়ান পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন নাছির। কিন্তু দুজনই পানিতে ডুবে নিখোঁজ হন। কিছুক্ষণ পর পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল ফয়েজ  জানান, গোসল করতে গিয়ে চাচা-ভাতিজা মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

পটিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক জুয়েল কান্তি বলেন, ‘আমরা শুনেছি, পুকুরে সাঁতার শেখানোর সময় চাচা-ভাতিজা দুজনই ডুবে যান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করা হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলের পরিকল্পনা আগে থেকেই জানতাম: ট্রাম্প

মারা গেছেন কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় 

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান ড. ইউনূসের, হতাশ টিউলিপ

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক দুপুরে

ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়া হবে: তেহরান