ভিডিও সোমবার, ১৬ জুন ২০২৫

কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

নিউজ ডেস্ক:  কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


এর আগে নাসরিন সিদ্দিকী ২২ মে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল পিটিআই মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন

মৃত্যুকালে নাসরিন সিদ্দিকীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও পালিত এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি (নাসরিন সিদ্দিকী) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে শতাধিক পরিবার ভিটে মাটি হারা

পাইরেসির শিকার ‘তাণ্ডব’ নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা

এবার ঢাকায় স্বজনদের জন্য হটলাইন চালু

ময়মনসিংহে সড়কের পাশে পড়ে ছিল ছাত্রলীগ নেতার লাশ

রংপুরে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত