ভিডিও সোমবার, ১৬ জুন ২০২৫

 কাতার জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশের নাবিল 

 কাতার জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশের নাবিল 

স্পোর্টস ডেস্ক:   বাংলাদেশি ফুটবলার নাবিল ইরফান ডাক পেয়েছেন কাতার জাতীয় দলের ক্যাম্পে।  বিশ্বকাপ বাছাইয়ে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য কাতারের স্প্যানিশ কোচ হুলেন লোপেতগুই দলে রেখেছেন নাবিলকে। এর আগে কাতারের অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন নাবিল।   বর্তমানে কাতারের স্টার্স লিগের ক্লাব আল-ওয়াকরাহ এসসিতে খেলেন এই বাংলাদেশি।


২১ বছর বয়সী এই ফুটবলার ২০২১ সাল থেকে খেলছেন আল-ওয়াকরাহ এসসিতে। নাবিলের পজিশনিং বলতে গেলে হামজা চৌধুরীর মতোই। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই বেশি দেখা যায় বাংলাদেশের যুবককে। তবে দরকারে খেলতে পারেন রাইট ব্যাক হিসেবেও। 

নাবিলের বাবা-মা দুজনেই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। চাকুরিসুত্রে কাতারে থাকেন তারা। ২০০৪ সালে কাতারের আল ওয়াকরাহতে জন্মগ্রহণ করেন নাবিল। সেখানেই অ্যাসপায়ার একাডেমিতে ফুটবল যাত্রা শুরু তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারের। অ্যাসপায়ার একাডেমি থেকে নাবিল আল ওয়াকরাহ ক্লাবের যুব দলে জায়গা করে নিয়েছে। নাবিল ২০২১-২২ মৌসুমে ১৭ বছর বয়সে ক্লাবের মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন। 

আরও পড়ুন

তিনি অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপের বাছাইপর্বে তার বয়স ভিত্তিক অভিষেক করেছিলেন। সেই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন নাবিল। এরপর ২০২২ সালে কাতারের অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান নাবিল। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে কাতারের জার্সিতে ছিলেন তিনি। খেলেছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গেও। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে শতাধিক পরিবার ভিটে মাটি হারা

পাইরেসির শিকার ‘তাণ্ডব’ নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা

এবার ঢাকায় স্বজনদের জন্য হটলাইন চালু

ময়মনসিংহে সড়কের পাশে পড়ে ছিল ছাত্রলীগ নেতার লাশ

রংপুরে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত