ভিডিও সোমবার, ১৬ জুন ২০২৫

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত্যু ৬

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত্যু ৬

আন্তর্জাতিক ডেস্ক:   প্রতিবেশি দেশ ভারতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ছয়জনের।

 

রোববার (৮ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর যথাক্রমে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৩ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ সুস্থ আছেন এবং বাড়িতেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


ভারতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ছয়জনের মৃত্যু হলেও গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ৬৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। অপরদিকে চলতি বছরের ২২ মে পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭ জন।

আরও পড়ুন

সতর্কতার অংশ হিসেবে ইনফ্লুয়েঞ্জার মতো রোগ এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নজরদারিতে রাখা হচ্ছে।

 

২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। যা কোভিড-১৯ নামে পরিচিতি পায়। এই করোনার প্রভাবে থমকে গিয়েছিল পুরো বিশ্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কতার পরই তেহরানের চারপাশে বিস্ফোরণ

আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাবিপ্রবির তিন শিক্ষার্থীর কৃতিত্ব

ভারতে জয়ার নতুন সিনেমার শুটিং শুরু

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে শতাধিক পরিবার ভিটে মাটি হারা

পাইরেসির শিকার ‘তাণ্ডব’ নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা