ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়

বগুড়ার সোনাতলার চরপাড়া-হাটকরমজা সড়ক যোগাযোগ বন্ধ

বগুড়ার সোনাতলার চরপাড়া-হাটকরমজা সড়ক যোগাযোগ বন্ধ। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলার চরপাড়া-হাটকরমজা সড়কের ঠাকুরপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তাটি বৃষ্টির পানিতে ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে পথচারীদের ভোগান্তি চরমে উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক চরপাড়া-হাটকরমজা ভায়া ঠাকুরপাড়া জামে মসজিদসংলগ্ন স্থানে সড়কটি গত কয়েক দিনের অবিরাম বর্ষণে ধসে গেছে। এতে করে ওই পথ দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের বর্ষণে ঠাকুরপাড়া জামে মসজিদসংলগ্ন স্থানে রাস্তাটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়েছে। প্রতিনিয়ত ওই সড়ক দিয়ে হাজার হাজার পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। এ বিষয়ে জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, রাস্তাটি এলজিইডি’র।

আরও পড়ুন

তাই ওই সড়ক সংষ্কার ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এলজিইডি’র। সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ। তাই এই সড়ক বন্ধ থাকলে পথচারীদের ভোগান্তি চরমে উঠবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, এ বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বগুড়ার সোনাতলায় কৃষকলীগ নেতা মতিন গ্রেফতার