ভিডিও শুক্রবার, ১৩ জুন ২০২৫

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার (সিংড়া বাজার) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে দুই ট্রাক সরকারি চাল উদ্ধার করেছে। গত বুধবার রাতে পৌর এলাকার চাল ব্যবসায়ী রাজু মোল্লার দোকানের সামনে এগুলো জব্দ করে সেনাবাহিনী।

গত বুধবার দিবাগত রাতে খাদ্য অধিদপ্তর লেখাযুক্ত দুই ট্রাক চাল জব্দ করে। উদ্ধারকৃত চালের পরিমাণ ১৬ টন ২১০ কেজি। কিন্ত খাদ্য অধিদপ্তরের সরকারি চাল ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। পৌর এলাকার পতিত আওয়ামী সমর্থিত চাল ব্যবসায়ী রাজু মোল্লার সহযোগিতায় সরকারি চাল ক্রয় করেন সিংড়া উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সাবেক ৮ নং ওয়ার্ড কমিশনার বাবুল হোসেন বাবু।

বাবুল হোসেন বাবু বলেন, নিয়ম কানুন মেনেই চাল ক্রয় করা হয়েছে। আমরা সেই কাগজপত্র প্রদর্শন করে জব্দকৃত চাল ছাড়িয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি দাবি করেন, বাজারের চাল সিন্ডিকেট তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

আরও পড়ুন

সূত্রে জানা যায়, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য অধিদপ্তরের) বরাদ্দকৃত চাল সরকার কর্তৃক সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে পাঠানো হয়। ইউএনও কর্তৃক বরাদ্দকৃত চাল ইউএনও-এর অধীনস্ত উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের কাছে সরকারি উন্নয়মূলক কাজে এলাকাভিত্তিক পাঠানো হয়। শ্রমিকেরা কাজের বিনিময়ে টাকা নেয় চাল নেয় না।

চেয়ারম্যান ও মেম্বারগণ ইউএনও’কে অবগত করে চাল ব্যবসায়ীদের কাছে চাল বিক্রি করে টাকা শ্রমিকদের দেওয়া হয়। এ বিষয়ে জানতে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম মুঠোফোনে জানান, বিষয়টি জেনেছি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও আমাকে অবহিত করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা সৌদি আরবের

ইসরাইলের পরিকল্পনা আগে থেকেই জানতাম: ট্রাম্প

মারা গেছেন কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় 

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান ড. ইউনূসের, হতাশ টিউলিপ

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক দুপুরে