ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

কুড়িগ্রামে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধানসহ বাদাম, কাউন, শাক সবজি

কুড়িগ্রামে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধানসহ বাদাম, কাউন, শাক সবজি। ছবি : দৈনিক করতোয়া

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : টানা বৃষ্টিপাতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্ন্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে ধান, বাদাম, কাউন, শাক-সবজি, মরিচ ও ভুট্টাসহ তলিয়ে গেছে বিভিন্ন মৌসুমী ফসল। কৃষকেরা তাড়াহুড়ো করে কেটে নিচ্ছেন জমির আধাপাকা ধান। বেশির ভাগ কৃষক ফসল রক্ষা করতে পারেননি। ফলে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট ২৯৯ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। এর মধ্যে বোরো ধান ১২১ হেক্টর, বাদাম ৭৫ হেক্টর, পাট ৪১ হেক্টর ও সবজি ৪৮ হেক্টর। বিশেষ করে বাদাম চাষিরা বিপাকে পড়েছেন।  
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পানিতে তলিয়ে যাওয়া ৭৫ হেক্টর বাদাম ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, চলতি মৌসুমের বোরো ধান, বাদাম, ভুট্টা, পাট, তিল, মরিচ ও সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে আছে। অনেক কৃষক বৃষ্টির মধ্যেই ধান কেটে বাড়ি নিয়ে গেলেও পর্যাপ্ত রোদ না থাকায় সেগুলো শুকাতে পারছেন না। ফলে ঘরে তোলা ফসলও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝার গ্রামের কৃষক এনামুল হক বলেন, ধান কেটেও লাভ নেই। তেমন রোদ না থাকায় সেগুলো বাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে। চরম ক্ষতির মুখে পড়েছি। এদিকে টানা কিছুক্ষণ বৃষ্টি হলেই ডুবে যায় কুড়িগ্রাম শহরের বড় অংশ। ১৬ বছর ধরে চলছে এ অবস্থা। বিশেষ করে গত সোমবারের বৃষ্টিতেও পুরোনো এই সমস্যা আবার সামনে এসেছে। বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছিল শহর। এতে দিনভর মহাভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। ফলে জলাবদ্ধাতায় তলিয়ে যায় পুকুরের মাছসহ ফসলের ক্ষেত।

ব্রহ্মপুত্র পারের বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাটের দেড়শ বসতভিটা, আবাদি ফসল ও বিদ্যুতের খুঁটি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে তিনশ বসতভিটা। কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, হাজার কোটি টাকার ফসল উৎপাদন হয়ে থাকে তিস্তা নদীর চরে। অথচ তিস্তা নদীর তলদেশ ভরাট হয়ে প্রতিবছর কয়েকশ কোটি টাকার ফসলহানি হলেও কর্তৃপক্ষের নেই কোনো ভ্রূক্ষেপ। 
কুড়িগ্রাম খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান বলেন, জেলায় চলতি মৌসুমে ৯৫০ হেক্টর বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জিত হয়েছে ৯১২ হেক্টর। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, নদ-নদীর পানি কিছুটা বাড়লেও এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী