ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ২৩ মে, ২০২৫, ১১:৩০ রাত

গাজীপুরে পোশাকশ্রমিককে তিনজন মিলে ধর্ষণ, ধামাচাপা দেয়ার চেস্টা

গাজীপুরে পোশাকশ্রমিককে তিনজন মিলে ধর্ষণ, ধামাচাপা দেয়ার চেস্টা

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মস্থল থেকে ফেরার পথে এক নারী পোশাকশ্রমিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি সালিশ বৈঠকের মাধ্যমে ধামাচাপা এবং থানায় যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী শ্রীপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী জানান, গত মঙ্গলবার (২০ মে) রাত ১১টার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার সময় তিন যুবক তার পথরোধ করেন। তারা মুখ চেপে ধরে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং সংঘবদ্ধ ধর্ষণ করে। অভিযুক্তরা চলে গেলে ওই নারী তার স্বামীকে ফোন করেন। তিনি গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন।

বুধবার (২১ মে) সকালে অভিযুক্তদের পরিবারের কাছে বিচার চাইলে তারা উল্টো হুমকি দেয়। তারা স্থানীয়ভাবে সালিশ বসিয়ে থানায় যেতে নিষেধ করেন ভুক্তভোগীর পরিবারকে।

আরও পড়ুন

ভুক্তভোগীর স্বামী বলেন, “আমরা ভয়ে ছিলাম। তারা বারবার হুমকি দিয়েছে, যাতে আমরা অভিযোগ না করি। আমি সাহস করে থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। আমি আমার স্ত্রীর জন্য ন্যায়বিচার চাই।”

শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, ‍“অভিযোগ পাওয়ার পরই আমরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করি। যারা ধর্ষণের মতো জঘন্য ঘটনার সালিশ করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে ৬ মাসে ওজন কমালেন স্বস্তিকা

আসামির বক্তব্য প্রচার হওয়ায় রাজশাহী পুলিশ কমিশনারকে আদালতে তলব

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা খুনি লিমন মিয়া ৫ দিনের রিমান্ডে

জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবসে দেশব্যাপী কর্মসূচি

পাখি সব করে রব, রাত্রি পোহাইল!

যারা একসময় মজলুম ছিল তারা এখন জালিম হচ্ছে : তথ্য উপদেষ্টা