ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

প্রেম করছেন প্রসেনজিতের মেয়ে, ‘খুব মিষ্টি’ মন্তব্য ফুপুর

ভারতীয় বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যক্তিজীবনে তিনটি বিয়ে করেছেন। দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে। দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। জানা যায়, অভিনেতার সঙ্গে মেয়ের কোনো সম্পর্কই নেই।

বিদেশে মায়ের সঙ্গে থাকেন তিনি। নিজের মতো করেই জীবনযাপন করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় থাকেন। কয়েক দিন আগে কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। ছবিতে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে।

ছবি দেখে বোঝা যাচ্ছে, মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎকন্যা। ছবিতে দেখা যায়, কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সি-বিচে সময় কাটাচ্ছেন প্রেরণা। এ সময় যুবকের গালে চুমু খেতেও দেখা গেছে তাকে। দুজনই প্রেমে মগ্ন।

আরও পড়ুন

ছবিগুলোতে মন্তব্য করেছেন প্রেরণার ফুফু মানে প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাদের ছবি ‘খুব মিষ্টি’ বলে মন্তব্য করেন, সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দেন। খুব অল্প বয়সেই বাবার থেকে আলাদা হয়ে যান প্রেরণা। মা অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন তিনি। বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না। তবে কোনো টলিউড হিরোইনের চেয়ে কম যান না প্রসেনজিৎকন্যা। একেবারে বাবার মতোই দেখতে। যেমন গায়ের রং, তেমনই গ্ল্যামার। দুবছর আগেই কলকাতায় এসেছিলেন প্রেরণা, সেই সময় পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।  প্রেরণা আইন নিয়ে পড়াশোনা করছেন। ২০০২ সালে প্রসেনজিৎ-অপর্ণার সংসার ভাঙে। প্রেরণার বয়স তখন মাত্র এক বছর। এর পরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি। মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান