ভিডিও সোমবার, ২১ এপ্রিল ২০২৫

জমিতে কাজ কারার সময় বোমা বিস্ফোরণে কৃষক আহত

জমিতে কাজ কারার সময় বোমা বিস্ফোরণে কৃষক আহত

নিউজ ডেস্ক:    মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামে জমিতে কাজ করার সময় পুঁতে রাখা ‘বোমা বিস্ফোরণে’ মো. মোশারফ হোসেন কাজী (৫৮) নামে এক কৃষক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে। 

কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, “বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

আরও পড়ুন

এলাকাবাসী জানান, কৃষক মোশারফ হোসেন আজ দুপুরে জমিতে কাজ করছিলেন। কোদাল নিয়ে জমিতে আঘাত করলে সেখানে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে এলাকাবাসী প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত কৃষকের ছেলে সোহেল কাজী বলেন, “জমিতে কাজ করার সময় বোমা বিস্ফোরিত হয়ে আমার বাবা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সরকারের হাসপাতাল কোথায় হবে, জানালো স্বাস্থ্যের ডিজি

বগুড়া থেকে ভারতে সেন্ট্রিফিউজিক্যাল পাম্প রপ্তানি কমেছে, রাইসব্রান রপ্তানি বন্ধ

বগুড়ার নন্দীগ্রামে আমন মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ ৯ মিলারের লাইসেন্স বাতিল

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর

ছাত্রনেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের মিছিল

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাহত করে টাকা ছিনতাই