ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়ালো

গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়ালো, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর থেকে চলমান ইসরায়েলি হামলায় ২৩ জন প্রাণ হারিয়েছেন। বিগত ২৪ ঘণ্টার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫১ হাজারে ছাড়ালো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের যুদ্ধে অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৩৪৩ জনের বেশি মানুষ। গাজার সরকারি সংবাদমাধ্যমের কার্যালয় থেকে জানানো হয়েছে, হাজারো মানুষের মরদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৬৩০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

প্রায় ১৫ মাসের হত্যা ও ধ্বংসযজ্ঞের পর জানুয়ারি ১৯ তারিখে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে প্রথম থেকেই নড়বড়ে এই চুক্তি ভেঙে পড়তে দুমাস সময় লাগে। হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফোন কেড়ে নেওয়ায়’ আত্মহত্যা কিশোরের

বগুড়ায় ছিনতাইকারীর কবলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা

বিএনপির সঙ্গে বৈঠকে সিপিবি-বাসদ

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

সংসদে নারীদের ১০০ আসনের বিষয়ে একমত বিএনপি

চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক