ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চাঁদপুরে ভারা বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ভারা বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   চাঁদপুরের শাহরাস্তি সূচিপাড়া বাজারে আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষ থেকে ব্যাংক কর্মকর্তা রাকিব হাসানের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব জনতা ব্যাংকের সূচিপাড়া বাজার শাখার সিনিয়র অফিসার। তিনি আপন প্লাজা ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।

নিহতের সহপাঠী নাজিম উদ্দীনের বরাত দিয়ে পুলিশ জানায়, রাকিব সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টা পর্যন্ত তার সঙ্গে স্বাভাবিক কথা শেষে রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার দিকে তার কক্ষের দরজা না খোলায় সন্দেহ হলে শাহরাস্তি থানায় সংবাদ দেওয়া হয়।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ওই রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলত অবস্থা ওই কর্মকর্তার মরদেহ পাওয়া যায়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (১৪ এপ্রিল) সকালে ব্যাংক ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ ও একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসেনকে গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ আটক করে। পরে দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফোন কেড়ে নেওয়ায়’ আত্মহত্যা কিশোরের

বগুড়ায় ছিনতাইকারীর কবলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা

বিএনপির সঙ্গে বৈঠকে সিপিবি-বাসদ

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

সংসদে নারীদের ১০০ আসনের বিষয়ে একমত বিএনপি

চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক