ভিডিও সোমবার, ২১ এপ্রিল ২০২৫

২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির : সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির : সুয়ারেজ,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফুটবলে জেতা সম্ভব সম্ভাব্য সবকিছুই পেয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। কিন্তু যার অবসর নিয়ে কথা হচ্ছে তার কোনো সাড়া শব্দ নেই। 

মেসির অবসরের সঙ্গে আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে ফুটবল অঙ্গনে। ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন তিনি। দুটি বিষয় নিয়েই অনেকবারই আর্জেন্টিনার অধিনায়ককে প্রশ্ন করা হলেও সরাসরি কোনো উত্তর দেননি তিনি। অনেকটা মুখে কুলুপ এঁটে আছেন তিনি। সময় হলেই জানবেন এমন উত্তর দিয়ে পাশ কাটিয়ে যান বার্সেলোনার কিংবদন্তি। মানুষের মনের কথা জানা না গেলেও কিছুটা হলেও আঁচ পাওয়া যায়। আর সেই আঁচ পান পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা। সেই হিসেবে মেসির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম লুইস সুয়ারেজ। একসঙ্গে ইন্টার মায়ামির হয়ে মাঠও মাতাচ্ছেন তারা। একসঙ্গে থাকার কারণেই এবার বন্ধুকে নিয়ে একটা বার্তা দিয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা উরুগুয়ের স্ট্রাইকার।

আরও পড়ুন

তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুয়ারেজের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে অবসর নিচ্ছেন তার বন্ধু মেসি। এমন প্রশ্ন শুনে ৩৮ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘অবসর? আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির। অবসরের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করি না।’ শুধু সুয়ারেজ নন, মেসিকে বিশ্বকাপে দেখতে চান তার আর্জেন্টিনা দলের কোচ ও সতীর্থরাও। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সরকারের হাসপাতাল কোথায় হবে, জানালো স্বাস্থ্যের ডিজি

বগুড়া থেকে ভারতে সেন্ট্রিফিউজিক্যাল পাম্প রপ্তানি কমেছে, রাইসব্রান রপ্তানি বন্ধ

বগুড়ার নন্দীগ্রামে আমন মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ ৯ মিলারের লাইসেন্স বাতিল

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর

ছাত্রনেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের মিছিল

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাহত করে টাকা ছিনতাই