ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কৃষক-রিকশাচালকদের প্রতিনিধিরাও অংশনেন আনন্দ শোভাযাত্রায়

বর্ণিল সাজের রিকশা নিয়ে আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছেন নগরীর রিকশাচালকরা। বর্ণিল সাজের রিকশা নিয়ে আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছেন নগরীর রিকশাচালকরা।  ছবি: সংগৃহীত, ছবি: সংগৃহীত।

নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন কৃষক ও রিকশাচালক শ্রেণির প্রতিনিধিরা, যা ছিল আয়োজনের একটি মানবিক ও ব্যতিক্রমী দিক। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সরজমিনে দেখা যায়, শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন কৃষক ও রিকশাচালক প্রতিনিধিরা। তারা ‘নববর্ষ হোক সবার’সহ নানা বার্তা সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন কৃষক ও রিকশাচালক শ্রেণির প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত 

কৃষক দলের প্রতিনিধিরা সাদা লুঙ্গি, গেঞ্জি, মাথায় মাতলা, হাতে কাচি বা মাছ রাখার খালই, কুলা, চালুনিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সরঞ্জাম প্রদর্শন করেন। অন্যদিকে রিকশাচালকরা তাদের রিকশা সাজিয়ে মাথায় নতুন গামছা বেঁধে অংশ নেন।

আরও পড়ুন


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফোন কেড়ে নেওয়ায়’ আত্মহত্যা কিশোরের

বগুড়ায় ছিনতাইকারীর কবলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা

বিএনপির সঙ্গে বৈঠকে সিপিবি-বাসদ

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

সংসদে নারীদের ১০০ আসনের বিষয়ে একমত বিএনপি

চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক