হামজাকে স্বাগত জানাতে গিয়ে ট্রাক চাপায় তরুণের পা দিখণ্ডিত
নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দিগাম্বর বাজারের নিকটে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগতির ট্রাকচাপায় মুজিবুর রহমান (২৩) নামে এক যুবক পা হারিয়েছে। যুবকটি তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীকে স্বাগত জানানোর শোডাউনে গিয়ে এই দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ। ট্রাকের চাপায় তরুণের পা দিখণ্ডিত হয়ে গেছে। একই দুর্ঘটনায় তারেক মিয়া (২২) নামেও আরেকজন আহত হন।
এই দুই যুবক মোটরসাইকেলে হামজা চৌধুরীকে স্বাগত জানানোর শোডাউনে গিয়েছিলেন।
সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত মুজিবুর বাহুবলের ইজ্জতপুর গ্রামে ইদ্রিস আলীর ছেলে। তার সাথে যাওয়া স্নানঘাট এলাকার আজমান আলীর ছেলে তারেক মিয়াও (২২) একই দুর্ঘটনায় আহত হন।
স্থানীয়রা জানান, সোমবার ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বাহুবলে আসেন। মোটরসাইকেলে ওই দুই যুবক তাকে স্বাগত জানানোর শোডাউনে গিয়েছিলেন। দিগাম্বর বাজারের পাশে কালিবাড়ি নামক স্থানে যাওয়ার পর দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তারা আহত হন। এর মধ্যে মুজিবুরের ডান পা দিখণ্ডিত হয়ে গেছে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুজিবুরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারেককে বাহুবলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। তবে পুলিশ ওই দুই যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


