ভিডিও বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১২

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১২, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে বিদ্রোহীদের দখলে থাকা একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনিক এক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, যা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, জান্তা বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্রমবর্ধমান বিমান হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে লেতপানহ্লা গ্রামে হামলা চালিয়েছে জান্তা বাহিনী। চার বছর আগে সেনাবাহিনী যখন দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে সে সময় অস্ত্র হাতে তুলে নেয় সিঙ্গুরের ওই গ্রামের অভ্যুত্থান-বিরোধী গেরিলাদের পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। গ্রামটি এখনও তাদের দখলেই আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, জনবহুল ওই এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে। লোকজন যখন বাজারে যাচ্ছিল তখন ওই হামলার ঘটনা ঘটেছে। ওই কর্মকর্তা বলেন, আমরা এখন একটি তালিকা তৈরি করছি। এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে স্থানীয় পিডিএফ ইউনিট জানিয়েছে যে, হামলার ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। খবর : বিবিসি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে উত্ত্যক্ত করায় বাবা খুন মরদেহ রেখে কান্নাভেজা চোখে পরীক্ষা দিতে গেল মেয়ে

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ধর্ষণের দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল