নিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ, ২০২৫, ১২:১০ রাত
শিশুটির দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন
_original_1741889400.jpg)
শিশুটির দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন
মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে নিজ আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে তাকে দাফন করা হয়। এর আগে তার মরদেহ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছায়।
এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। জানাজার পরপরই মাগুরার নিজনান্দুয়ালী মাঠপাড়ায় অবস্থিত তার বাড়িতে আগুন দেওয়া হয়। এসময় অভিযুক্তের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা।
আরও পড়ুনমন্তব্য করুন