ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি যারা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি যারা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নতুন নিয়মের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে প্রথমদিকে কিছু সংশয় ছিল, তবে এখন পর্যন্ত এই লিগ ফুটবল ভক্তদের মোটেই নিরাশ করেনি। রাউন্ড অব সিক্সটিনে থেকেই দুর্দান্ত ম্যাচের ধারাবাহিকতা দেখে স্বাগতিকরা মুগ্ধ হয়েছেন, যেখানে লিভারপুল ও অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে টাইব্রেকারের মোকাবেলায় বিদায় নিয়েছে।

এবারের আসরের শীর্ষ ৮ দলের মধ্যে চারটি দলই রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছে- লিভারপুল, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন এবং লিল। 

এই ফলাফল নিশ্চিত করেছে যে কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হবে। 
কোয়ার্টার ফাইনালে লাইনআপ-
বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড 
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান 
 পিএসজি-অ্যাস্টন ভিলা
 আর্সেনাল-রিয়াল মাদ্রিদ।

গত আসরের রানার্সআপ দল বরুশিয়া ডর্টমুন্ড বার্সেলোনার বিপক্ষে খেলবে, আর বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হিসেবে ইন্টার মিলান দাঁড়াবে। বর্তমানে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে খেলবে, যেখানে উভয় দলেই পুরাতন ইতিহাসের ছাপ রয়ে গেছে। এছাড়া, পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে সমানভাবে উত্তেজনা বিরাজ করবে। বায়ার্ন ও ইন্টার এবং আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আছে বাড়তি উন্মাদনা। 

আরও পড়ুন

২০০৯-১০ আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল ইন্টার ও বায়ার্ন। সেবার বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইন্টার। পুরাতন ইতিহাস আছে রিয়াল এবং আর্সেনাল ফিক্সচারেও। ২০০৫-০৬ মৌসুমে শেষ ষোলো থেকে রিয়ালকে বিদায় করেছিলো গানাররা। বার্সেলোনা এবং বুরুশিয়া ডর্টমুন্ড ম্যাচটাও বার্সেলোনাকে কিছুটা ফেভারিট মানছেন অনেকেই। আরেক ফিক্সচারে পিএসজির বিপক্ষে খেলবে অ্যাস্টন ভিলা। শেষ আটের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল, ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকচের প্রস্তাব গৃহীত 

বিএফএ সম্মেলনে বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূস 

বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ডিসি-এসপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শাস্তি

যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত

সুনামগঞ্জ  দুই সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ