ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

মেয়েকে ধর্ষণ, মামলা করায় বাবা খুন!

মেয়েকে ধর্ষণ, মামলা করায় বাবা খুন!, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : বরগুনায় স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে বসতবাড়ির পেছনের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার মামলার শুনানির দিন ছিল। এর আগেই আসামির বন্ধু ও তার স্বজনরা বাদিকে শ্বাসরোধে হত্যা করেছে। নিহত ব্যক্তি বরগুনা পৌর বাজারের একটি মুরগির দোকানে কাজ করতেন। 

স্বজনরা জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে গত ৫ মার্চ মামলা করেছিলেন ওই ব্যক্তি। ওই মামলাল একমাত্র আসামি শ্রীজিৎ জেলহাজতে। পারিবারিক সূত্র জানায়, গত ৪ মার্চ রাতে অপহরণ ও ধর্ষণের শিকার হন তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে। পরদিন সকালে বরগুনা ডিসি পার্ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই দিনই শ্রীজিৎকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী মেয়েটির বাবা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তিনি মঙ্গলবার রাতে স্ত্রীকে মোবাইল ফোনে জানান, বিক্রির জন্য গাড়িতে আসা মুরগি দোকানে নামিয়ে তার বাড়ি ফিরতে দেরি হবে। এরপর নির্ধারিত সময়ে না ফিরলে তার ফোনে কল করেন স্ত্রী। এসময় তিনি কল রিসিভ করেননি। এক পর্যায়ে রাত ১টার দিকে মোবাইল ফোনের আওয়াজ শুনে তার স্ত্রী বাড়ির পেছনে যান। এসময় ঝোপের ভেতর কাদামাখা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্বজনদের জানান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নিহতের বোন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী তার ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন। এসময় মামলার আসামির লোকজন একজোট হয়েছে বলে জানান বাদি। তখন ভাইকে সাবধানে থাকতে বলেন তিনি। এরপর রাতে মরদেহ পাওয়ার খবর আসে।বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে বসতবাড়িতে আগুন ভস্মীভূত দশটি বাড়ি

নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল

ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

গাইবান্ধার ফুলছড়িতে চাল লুটপাটের ঘটনায় ৪ জনের নামে মামলা

নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৫

কোন দল বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না - সারজিস আলম