ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ছাদ থেকে লাফিয়ে পা ভাঙলেও গ্রেপ্তার হলেন আ,লীগ নেতা

ছাদ থেকে লাফিয়ে পা ভাঙলেও গ্রেপ্তার হলেন আ,লীগ নেতা

নিউজ ডেস্ক:   খুলনা নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে পালাতে গিয়ে পা ভেঙেছেন খুলনা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খালিদ আহমেদ। এরপরও তার শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে খুলনা নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করেন। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।”

আরও পড়ুন

খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় তিনটি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় একটি করে মামলা রয়েছে। খালিশপুর থানার তিন মামলায় খালিদ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে, অপর দুটি মামলায় তিনি জামিন নেননি। তিনি পালানোর চেষ্টা করে পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকচের প্রস্তাব গৃহীত 

বিএফএ সম্মেলনে বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূস 

বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ডিসি-এসপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শাস্তি

যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত

সুনামগঞ্জ  দুই সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ