ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫, ০৪:৩৩ দুপুর

ছাদ থেকে লাফিয়ে পা ভাঙলেও গ্রেপ্তার হলেন আ,লীগ নেতা

ছাদ থেকে লাফিয়ে পা ভাঙলেও গ্রেপ্তার হলেন আ,লীগ নেতা

নিউজ ডেস্ক:   খুলনা নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে পালাতে গিয়ে পা ভেঙেছেন খুলনা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খালিদ আহমেদ। এরপরও তার শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে খুলনা নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করেন। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।”

আরও পড়ুন

খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় তিনটি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় একটি করে মামলা রয়েছে। খালিশপুর থানার তিন মামলায় খালিদ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে, অপর দুটি মামলায় তিনি জামিন নেননি। তিনি পালানোর চেষ্টা করে পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শককে র‌্যাংক ব্যাজ পরিধান

নওগাঁর বদলগাছিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত স্ত্রী-সন্তান আহত

বীর মুক্তিযোদ্ধা মুঞ্জুরুল হক মঞ্জুরের ইন্তেকাল, দাফন সম্পন্ন

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে নিষিদ্ধ হলো গান-বাজনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ডোবায় ভাসমান প্যাকেট থেকে স্মার্টফোন জব্দ

দুই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি বন্ধের সিদ্ধান্ত