ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

রোনালদোর আরেকটি গোল, সেমিতে আল নাসর

রোনালদোর আরেকটি গোল, সেমিতে আল নাসর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর স্পট কিক আর জন ডুর‌্যানের জোড়া গোলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে আল নাসর। তারা ইরানের ক্লাব ইস্তেগলালকে ৩-০ গোলে হারিয়েছে। 

গত সপ্তাহে প্রথম লেগে তেহরানে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আল নাসর। রিয়াদে ঘরের মাঠে অবশ্য আগুনে পারফর্ম করেছে তারা। ৯ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে দেন ড্যুরান। তারপর সৌদি ক্লাবটির ব্যবধান বাড়ান রোনালদো। ২৭ মিনিটে সাদিও মানের ওপর কড়া চ্যালেঞ্জে স্পট কিক পায় আল নাসর। সেই স্পট কিক থেকে স্বভাবসুলভ ভঙ্গিতে স্কোর ২-০ করেছেন পর্তুগিজ তারকা।  

আরও পড়ুন

প্রথমার্ধের শেষ দিকে মেহরান আহমাদি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ইরানি ক্লাবটির জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। তাতে ১০ জনের দলের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল আল নাসর। কিন্তু শুরুর দিকে সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে। দুবারই সুযোগ পেয়েছিলেন ড্যুরান। কিন্তু তাকে দ্বিতীয় গোল পাওয়া থেকে বঞ্চিত করতে পারেনি ইস্তেগলাল। ৮৪ মিনিটে ড্যুরান দ্বিতীয় গোলের দেখা পেলে বড় জয় নিশ্চিত করে আল নাসর।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকচের প্রস্তাব গৃহীত 

বিএফএ সম্মেলনে বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূস 

বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ডিসি-এসপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শাস্তি

যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত

সুনামগঞ্জ  দুই সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ