ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

বগুড়া কারাগারে আরও এক আ’লীগ নেতার মৃত্যু

বগুড়া কারাগারে আরও এক আ’লীগ নেতার মৃত্যু, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা কারাগারের এমদাদুল হক ভট্টু (৫১) নামে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ। এর আগেও বগুড়া কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগের চার নেতা মারা যান। তারা হলেন-বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন। 

জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতার মামলায় গ্রেফতার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভট্টু কারাগারে আসেন। ওই দিন তিনি অসুস্থ ছিলেন। প্রথম দিনেই তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সুস্থ হয়ে ওঠেন। আজ মঙ্গলবার সকালে হঠাৎ তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকচের প্রস্তাব গৃহীত 

বিএফএ সম্মেলনে বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূস 

বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ডিসি-এসপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শাস্তি

যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত

সুনামগঞ্জ  দুই সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ