ইউরোপকে ‘জেগে উঠতে’ হবে, বললেন গ্রিক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের নাটকীয় পরিবর্তন এবং সাম্প্রতিক মাসগুলোতে ভূ-রাজনৈতিক পরিবর্তনের পর ইউরোপের ‘জেগে ওঠা’ উচিত এবং নিজস্ব প্রতিরক্ষা নীতি তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন নীতি নিয়ে বিপরীত অবস্থান নিয়েছেন ।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ হিসেবে নিন্দা করেছেন এবং কিয়েভকে তিন বছরের যুদ্ধ শুরু করার জন্য দায়ী করেছেন।
এছাড়া ট্রাম্প সতর্ক করে বলেছেন, শান্তি নিশ্চিত করতে জেলেনস্কিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তার দেশ হারানোর ঝুঁকি রয়েছে। যা দুই নেতার মধ্যে দ্বন্দ্বকে আরও গভীর করে তুলেছে যা ইউরোপীয় কর্মকর্তাদের উদ্বিগ্ন করেছে।
এদিকে গত মঙ্গলবার ইউক্রেন ছাড়াই সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি আলোচনা করেছে, যা কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের অবাক করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
বুধবার রাতে থেসালোনিকি শহরে এক ব্যবসায়িক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মিতসোটাকিস বলেন, ইউরোপকে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক স্থবিরতা থেকে জেগে উঠতে হবে। যা দুর্ভাগ্যবশত কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়েছে।
আরও পড়ুনমিতসোটাকিস ইউরোপের এমন একটি প্রতিরক্ষা নীতি প্রতিষ্ঠার দিকে ইঙ্গিত করেছেন যা তাদের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বিকাশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।
ইউক্রেন নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় নেতা এবং কানাডার সাথে ফ্রান্স যে দ্বিতীয় বৈঠক আহ্বান করেছিল, তাতে ভার্চুয়ালি যোগ দেওয়ার পরপরই এই মন্তব্য করেন মিতসোটাকিস।
মন্তব্য করুন