ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

মিডল্যান্ড ব্যাংকের গাজীপুর শাখার উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি তার গাজীপুর শাখা স্মার্ট প্লাজা, হোল্ডিন ​​নং: 154/1, জয়দেবপুর বাজার রোড, ওয়ার্ড নং: 26, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সদর, জেলা: গাজীপুর -এ 12 ফেব্রুয়ারি, 2025-এ উদ্বোধন করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন, এই সময় ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোঃ রাশেদ আক্তার, গাজীপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহ, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান, সাধারণ সেবা বিভাগের প্রধান, এরিয়া প্রধান, ব্যাংকের ক্লাস্টার প্রধান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপনের জন্য অনুরোধ করেন। তিনি গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশ দেন এবং গ্রাহকদেরকে ব্যাঙ্কের বিনামূল্যের ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার জন্য অনুরোধ করেন - যে কোনও জায়গা থেকে যে কোনও সময় নিরাপদ, নিরাপদ এবং আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশাদুল আনোয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে বসতবাড়িতে আগুন ভস্মীভূত দশটি বাড়ি

নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল

ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

গাইবান্ধার ফুলছড়িতে চাল লুটপাটের ঘটনায় ৪ জনের নামে মামলা

নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৫

কোন দল বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না - সারজিস আলম