ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ভাঙাভাঙি বন্ধ করার আহ্বান জানিয়েছেন পিনাকী ভট্টাচার্য

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সকলকে ভাঙাভাঙি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেকোনো ধরনের ভাঙাভাঙি ঘটানোর চেষ্টা করলে তা প্রতিরোধ করতে হবে।

আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘৩২ নাম্বারকে জয় বাংলা করার পরে আমাদের কোন এই মুহূর্তে রাজনৈতিক লক্ষ্যবস্তু নাই। বত্রিশ নাম্বারকে মাজার/মন্দির-এমন এমন টার্মেও ডাকা ঠিক হবে না, জাস্ট ডাকেন সুপ্রিম আইকন/টোটেম অব ফ্যাসিস্ট/বাকশাল...ইত্যাদি’।

তিনি আরও লেখেন, প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছেন এই সব ভাঙ্গাভাঙ্গি বন্ধ করার। সব বন্ধ। যারাই ভাঙ্গাভাঙ্গি করতে যাবেন তাদের প্রতিরোধ করবেন।

আরও পড়ুন

এর আগে ০৫ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে এক ভিডিও বার্তা দেন পিনাকী। ভিডিও বার্তায় পিনাকী বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ, ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দিয়ে।

 

ভিডিও বার্তায় পিনাকী আরও বলেন, যে মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনার দলে দলে আসবেন ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাঁইতি নিয়ে আসবেন। ধানমন্ডি ৩২ নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন ফ্যাসিবাদের আঁতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন।

স্লোগানের কথা উল্লেখ করে পিনাকী আরও বলেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপরে ছাত্রজনতার বিজয় নিশান ওড়াতে আসবেন। আজ রাত ৯টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাঈদ মুগ্ধ আসবে আপনাদের দেখানো পথে। আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি ৩২ নম্বর থাকবে না। ছাত্র জনতার ঐক্য জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে বসতবাড়িতে আগুন ভস্মীভূত দশটি বাড়ি

নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল

ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

গাইবান্ধার ফুলছড়িতে চাল লুটপাটের ঘটনায় ৪ জনের নামে মামলা

নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৫

কোন দল বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না - সারজিস আলম