ভিডিও শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

টাকা দিয়েও মিলছে না মেনিনজাইটিস টিকা টেনশনে আছেন নিবন্ধিত হজ যাত্রীরা

টাকা দিয়েও মিলছে না মেনিনজাইটিস টিকা টেনশনে আছেন নিবন্ধিত হজ যাত্রীরা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : টাকা দিয়েও মিলছে না মেনিনজাইটিস টিকা। অথচ চলতি বছরে হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু ওষুধের দোকানগুলোতে মেনিনজাইটিস প্রতিরোধ টিকা পাওয়া যাচ্ছে না। এ কারণে টেনশনে আছেন নিবন্ধিত ওমরাহ হজ্জ যাত্রীরা।
একাধিক হজ্জ যাত্রী জানান বিমানে ওঠার ১০ দিন আগে টিকা নিয়ে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে। কিন্তু ওষুধের দোকানে মেনিনজাইটিস টিকা পাওয়া যাচ্ছে না।

এছাড়াও উপজেলা হাসপাতালে এই টিকা দেওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একাধিক ব্যক্তি জানান, সিভিল সার্জনের অফিস থেকে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে বলা হয়েছে। কিন্তু সেখানে গেলে বাজার থেকে টিকা কিনে আনতে বলা হচ্ছে। শেখ সাদি সরকার নামে একজন হজ্জ যাত্রী জানান, তিনি প্রতিটি ১০০০ টাকা দরে ৪ জনের টিকা কেনার জন্য অগ্রিম টাকা দিয়েছেন। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত তিনি টিকা হাতে পাননি।

আরও পড়ুন

এ বিষয়ে মিঠাপুকুর হাসপাতালের ডাক্তার এম এ হালিম লাভলু বলেন, অনলাইনে নিবন্ধন করে নিজ দায়িত্বে টিকা সংগ্রহ করতে হবে। এরপর জেলা সিভিল সার্জন অফিসে গেলে তারা টিকা দিয়ে সনদ প্রদান করবে। হজ্জ যাত্রীরা টিকা  গ্রহণ প্রক্রিয়া সহজ  করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি

বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ‘নিখোঁজ’

আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার : আসিফ মাহমুদ

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা  

বহু বছর পর পর্দায় ফিরছেন শতাব্দী