বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় নারী নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় রেহেনা বেগম (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী মোটরসাইকেল চালক সবুজ সরকার গুরুতর আহত হন। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদরের নওদাপাড়া এলাকার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী। তার স্বামী সবুজ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, সবুজ তার স্ত্রী রেহেনাসহ মহাস্থান এলাকার এক আত্মীয়ের লাশ দাফনের উদ্দেশ্যে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলে রেহানা মারা যান। পরে স্থানীয়রা সবুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
আরও পড়ুনবগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ি ফেরার পথে সবুজ সরকার টিএমএসএস পাম্প থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার পর রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান। গুরুতর আহত হন সবুজ সরকার। এ ঘটনায় ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়।
মন্তব্য করুন