ফিলিস্তিনিদের সরানোর প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে আরব দেশসমূহের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা চিঠি লিখিছেন। খবর : রয়টার্স
সোমবার (৩ ফেব্রুয়ারি) ওই চিঠিটি পাঠানো হয়। এতে সই করেছেন জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেখও চিঠিতে সই করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই চিঠির বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, কূটনীতিকেরা গত সপ্তাহান্তে মিসরের কায়রোতে মিলিত হয়েছিলেন।
গত ২৫ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে জর্ডান ও মিসরে রাখার পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাজার জন্য তার এই প্রস্তাব দীর্ঘমেয়াদি নাকি স্বল্পমেয়াদি সমাধান। জবাবে ট্রাম্প বলেন, দুটোই হতে পারে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন। ফিলিস্তিনিদের এই আশঙ্কার প্রতিফলন এখন দেখা যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবে। সমালোচকেরা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছেন।
আরও পড়ুনমার্কো রুবিওকে দেওয়া যৌথ চিঠিতে বলা হয়েছে, গাজায় পুনর্গঠনের কাজ গাজাবাসীর সরাসরি সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে হওয়া উচিত। ফিলিস্তিনিরা তাদের ভূমিতে বসবাস করবে। তারা গাজা পুনর্গঠনে সহায়তা করবে। চিঠিতে আরও বলা হয়, গাজা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেয়া উচিত নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে এই প্রক্রিয়ার স্বত্ব অবশ্যই তাদের নিতে হবে।
মন্তব্য করুন