ভিডিও শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক এমপি স্মৃতিসহ ৫৬ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা 

বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম। ছবি: সংগৃহীত 

মফস্বল ডেস্ক: গাইবান্ধা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিসহ ৫৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় এ মামলা দায়ের করেন।
 মামলার অন্যতম আসামিরা হলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির ছোট ভাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, ছোট ভাই কল্লোল, ভগ্নিপতি সেকেন্দার হাজি এবং বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।

আরও পড়ুন

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ সেপ্টেম্বর ২০২০ সালে পলাশবাড়ী পৌর শহরের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে যুবদলের কর্মী সমাবেশ চলাকালীন দুপুর ১২টায় আসামিরা ককটেল, হাতবোমা, ধারালো অস্ত্র, রড এবং বাঁশের লাঠি নিয়ে হামলা চালান। হামলার সময় যুবদল নেতাকর্মীরা প্রাণ রক্ষায় ছুটোছুটি করেন।এ ঘটনায় জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয়। এছাড়াও জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হন।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘সাবেক এমপি স্মৃতিসহ এজাহারভুক্ত ৫৬ জন এবং আরও অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির নির্বাচক পদ ছেড়ে হান্নান এখন আবাহনীর কোচ

 সীমান্তের নারীদের জীবন যেমন..

অদম্য ইচ্ছেশক্তির জোরেই অন্ধত্বকে জয় করে শিক্ষকতা করছেন বিলকিস

আতিফ আসলামের কণ্ঠে চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং

পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

চসিকের সাবেক কাউন্সিলর ইসমাইলকে গ্রেপ্তার