ভিডিও বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

দিনাজপুরের খানসামায় রাতের আঁধারে লাখ লাখ টাকার সরকারি গাছ উধাও

দিনাজপুরের খানসামায় রাতের আঁধারে লাখ লাখ টাকার সরকারি গাছ উধাও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ উধাও হয়ে গেছে। গতকাল রোববার সকালে উপজেলার পাকেরহাট আদর্শগ্রাম থেকে আওকরা মসজিদ হয়ে পুলহাট পর্যন্ত পাকেরহাট-রানীরবন্দর আঞ্চলিক মহাসড়কের দুই ধারে এই চিত্র দেখা যায়।

সম্প্রতি কর্তন হওয়া ১১টি মেহগনি গাছের গোড়া অবশিষ্ট রয়েছে। গাছের মূল অংশ ও ডালপালা নিয়ে গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানায় ওই এলাকার গাছ তদারকির প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খানসামা অফিস সংশ্লিষ্টরা।

স্থানীয় আজিজার রহমান বলেন, প্রায় কিছু দিন ধরেই কে বা কারা রাতের আঁধারে সরকারি গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার যেন কেউ নেই? বিষয়টি নিশ্চিত করে খানসামা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (অঃদা) আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুরি হওয়া গাছের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে জনবল সংকটের কথা জানিয়ে গাছ চুরি রোধে সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তা চান তিনি।

আরও পড়ুন

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক বলেন, গাছ চুরির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার বলেন, অনুমতি ব্যতিত সরকারি গাছ কর্তন করা দন্ডনীয় অপরাধ। তাই এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোড়াদহ মেলায় ২৮ কেজির কাতল ও ১৫ কেজির মাছমিষ্টি, ২ কোটি টাকা বিক্রি

মোহাম্মদ আলী হাসপাতালের টিকাদান কেন্দ্রে জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ বন্ধ

বগুড়ায় স্কুল ছাত্র ফাহিমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্যক্তিগত কেউ নেই, শ্রোতারাই আমার ভ্যালেন্টাইন : আতিয়া আনিসা

বগুড়ার শেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভারত-পাকিস্তান কাবাডি দলকে ঢাকায় আনার পরিকল্পনা ফেডারেশনের