ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

শিরোপা লড়াই জমিয়ে দিলো বার্সা

শিরোপা লড়াই জমিয়ে দিলো বার্সা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে এস্পানিওলের কাছে হারে। এতে তিন পয়েন্ট হারায় তারা। আর তাতেই বার্সেলোনার সনানে সুযোগ চলে আসে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার। অবনমন অঞ্চলের দল আলাভেসের বিপক্ষে খেলা বলে খানিকটা স্বস্তিই হয়তো ছিল বার্সা শিবিরে।

তবে রোববার (২ ফেব্রুয়ারির) মাঠের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। স্বাগতিক বার্সাকে ম্যাচজুড়ে বেশ চাপেই রাখে আলাভেস। যদিও আজ শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট ঠিকই আদায় করে নিয়েছে কাতালান ক্লাবটি। এদিন স্তাদিও অলিস্পিক লুইস কোম্পানিসে পাওয়া বার্সার এই জয় লা লিগার পয়েন্ট টেবিলে নিয়ে এসেছে নতুন রোমাঞ্চ। 

আরও পড়ুন

বর্তমানে ২২ ম্যাচ খেলে সবার ওপরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৪৫। আর দুইয়ে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২২ ম্যাচে ৪৮। অর্থাৎ শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা এখন পিছিয়ে আছে ৪ পয়েন্টে। আর আতলেতিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান ৩। পয়েন্ট তালিকার এমন চিত্র সামনের দিনগুলোয় লা লিগায় হাড্ডাহাড্ডি শিরোপা লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা ‘ওঠানামা’

ফরিদপুরে এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

মসজিদে বড় ভাইয়ের হাতে নামাজরত ছোট ভাই খুন

সাকিবদের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর রাইডার্স