ফেনীতে শহিদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান

মফস্বল ডেস্ক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহিদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন একটি বাড়ি উপহার দিচ্ছেন। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহিদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবেন ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন।এছাড়া ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে। এসময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ফেনীতে শহিদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান,ছবি: মির্জা সম্রাট রেজা ।
উল্লেখ্য, মোহাম্মদ মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা ছিলেন। ২০১৬ সালে পুলিশ কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন, তাকে মিথ্যা অভিযোগের মামলায় ক্রসফায়ার দেয়া হয়। তার স্ত্রী ৯ম শ্রেণীিত পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করছিলেন।
মন্তব্য করুন