ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৭ বিকাল

প্রাইভেট পড়ার জন্য চাপ সৃষ্টি করতে ছাত্রকে মারধর করেন শিক্ষক  

প্রাইভেট পড়ার জন্য চাপ সৃষ্টি করতে ছাত্রকে মারধর করেন শিক্ষক  

নিউজ ডেস্ক:  ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে প্রাইভেট পড়ার জন্য চাপ সৃষ্টি করতে এক ছাত্রকে মারধর ও গালি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

একাধিক শিক্ষার্থী জানায়, বাবুল আক্তার তার কাছে ছাত্রদের প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির প্রভাতী শাখার ছাত্র মো. রয়েলকে মারধর করেন এবং তাকে অকথ্য ভাষায় গালি দেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ওই ছাত্র মারধর করা হয়। ওই দিনই এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে অষ্টম শ্রেণির প্রভাতী শাখার শিক্ষার্থীরা।

অষ্টম শ্রেণির ছাত্র সাকলাইন সাকি বলেন, ‘‘আমার সহপাঠী রয়েলকে বাবুল আক্তার স্যার বেধড়ক মারধর করেন। রয়েল এখন হাত নাড়াতে পারছে না। পরে সকল ছাত্রদের উদ্দেশ করে স্যার গালি দেন।’’

আরও পড়ুন

সাকলাইন সাকি অভিযোগ করেন, ‘‘মূলত স্যার তার কাছে প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন সময় আমাদের ওপর চাপ প্রয়োগ করে আসছেন। এতে রাজি না হওয়ায় তিনি মারধর ও অকথ্য ভাষায় গালি দিচ্ছেন।’’ 

এ ব্যাপারে শিক্ষক বাবুল আক্তারের মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল জানান, শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তাকে অষ্টম শ্রেণির প্রভাতী শাখায় ক্লাস নেওয়া থেকে বিরত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে নিষিদ্ধ হলো গান-বাজনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ডোবায় ভাসমান প্যাকেট থেকে স্মার্টফোন জব্দ

দুই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি বন্ধের সিদ্ধান্ত

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

সিরাজগঞ্জের কাজিপুরে একদল তরুণের ভাঙা রাস্তা মেরামত

প্রধান বিচারপতির বাসভবনসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ