ভিডিও শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

রাস্তার পাশে পড়ে ছিল চার্জার ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ

রাস্তার পাশে পড়ে ছিল চার্জার ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে রাস্তার পাশ থেকে এক চার্জার ভ্যান চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া দিঘাপাড় এলাকার রাস্তার ধার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সুকুমার সরকার (৩০)। সে গোপালপুর এলাকার মৃত জুবন সরকারের ছেলে।

পেশায় সে একজন চার্জার ভ্যানচালক। লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া দিঘাপাড় এলাকায় রাস্তার ধারে এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধর করে।

ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, দুপুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাকে ও থানা পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তি একজন চার্জার ভ্যান চালক ছিলেন। লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন

দুপুর তিনটার দিকে নিহতের পেটে ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এই হত্যাকান্ড এবং কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সাবেক মেয়র লিটনের বাড়ি ভাঙচুর

নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

আজ প্রিয়জনকে গোলাপ দেয়ার দিন

হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন  নওগাঁর গৃহবধূরা

বদলে গেলে বিপিএল ফাইনালের সময়

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর