ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৫, ১০:৩৪ রাত

বগুড়ার শিবগঞ্জে আড়াই কিলোমিটার কাঁচাসড়কে তিন গ্রামবাসীর দুর্ভোগ

বগুড়ার শিবগঞ্জে আড়াই কিলোমিটার কাঁচাসড়কে তিন গ্রামবাসীর দুর্ভোগ, প্রতীকী ছবি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে আড়াই কিলোমিটার কাঁচাসড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন গ্রামবাসীর। উপজেলার গাংনগর বাজার থেকে গণকপাড়া মাদ্রাসা পর্যন্ত কাঁচাসড়কটির দুই পাশ দিয়ে এই তিনি গ্রাম। স্থানীয়রা জানান, তিন গ্রাম ছাড়াও আরও দুই গ্রামের লোকজন এই সড়ক দিয়ে জেলা-উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে যাতায়াত করেন।

স্বাধীনের এত বছরেও সড়কটি পাকা করার উদ্যোগ নেয়া হয়নি। বর্ষার মৌসুমে সড়ক দিয়ে চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন জানান, ওই তিন কিলোমিটার কাঁচাসড়ক দিয়ে পাঁচ গ্রামের লোকজন বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তিনি উপজেলা মাসিক সভায় সড়কটি পাকা করার জন্য দাবিও তোলেন।

আরও পড়ুন

উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ জানান, সড়কটির বিষয়ে অবগত আছেন তিনি। বরাদ্দ পেলে পাকা করার ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে যেন কেউ দুর্নীতির পথে না হাঁটে : দুদক কমিশনার (তদন্ত) 

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ১২ হাজার টাকা জারিমানা আদায়

বগুড়ায় ১০১৫ কেজি পলিথিন জব্দ

রংপুরে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শককে র‌্যাংক ব্যাজ পরিধান

নওগাঁর বদলগাছিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত স্ত্রী-সন্তান আহত

বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক মঞ্জুর ইন্তেকাল, দাফন সম্পন্ন