ভিডিও সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার শিবগঞ্জে আড়াই কিলোমিটার কাঁচাসড়কে তিন গ্রামবাসীর দুর্ভোগ

বগুড়ার শিবগঞ্জে আড়াই কিলোমিটার কাঁচাসড়কে তিন গ্রামবাসীর দুর্ভোগ, প্রতীকী ছবি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে আড়াই কিলোমিটার কাঁচাসড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন গ্রামবাসীর। উপজেলার গাংনগর বাজার থেকে গণকপাড়া মাদ্রাসা পর্যন্ত কাঁচাসড়কটির দুই পাশ দিয়ে এই তিনি গ্রাম। স্থানীয়রা জানান, তিন গ্রাম ছাড়াও আরও দুই গ্রামের লোকজন এই সড়ক দিয়ে জেলা-উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে যাতায়াত করেন।

স্বাধীনের এত বছরেও সড়কটি পাকা করার উদ্যোগ নেয়া হয়নি। বর্ষার মৌসুমে সড়ক দিয়ে চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন জানান, ওই তিন কিলোমিটার কাঁচাসড়ক দিয়ে পাঁচ গ্রামের লোকজন বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তিনি উপজেলা মাসিক সভায় সড়কটি পাকা করার জন্য দাবিও তোলেন।

আরও পড়ুন

উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ জানান, সড়কটির বিষয়ে অবগত আছেন তিনি। বরাদ্দ পেলে পাকা করার ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপক্ষীয় সম্পর্ক, বিমসটেকসহ ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

রাজধানতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন: আসিফ মাহমুদ

বগুড়ায় চাঁদা না পেয়ে ফার্মাসিস্ট কে মারধর করল সাবেক বিএনপি নেতা

দিনাজপুরের বিরামপুরে আধাকিলোমিটার রাস্তাজুড়ে রক্তের ফোঁটা এলাকায় চাঞ্চল্য 

পুণ্ড্র ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত