সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে চোরাই ফার্নেস অয়েল উদ্ধার গ্রেপ্তার ৫

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী থেকে চোরাই ফার্নেস অয়েল (বিদ্যুৎ প্লান্টে ব্যবহারের তেল) উদ্ধার করেছে নৌ পুলিশ। এসময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ ও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে যমুনা নদীর চরছলিমাবাদ এলাকায় অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, গত দুদিন ধরে চৌহালীতে যমুনা নদীর চরছলিমাবাদ এলাকায় (ভুতের মোড়ের উত্তরে) একটি বাল্কহেড দেখে উৎসুক জনতা ভীড় করে। নৌ পুলিশের একটি সূত্র জানান, মুন্সিগঞ্জ থেকে বেশ কয়েকদিন আগে ডাকাতচক্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহারের জন্য আনা ফার্নেস অয়েল পরিবহনকারী জাহাজ থেকে তেল চুরি হয়।
আরও পড়ুনগোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমাণ চোরাই তেল নিয়ে একটি বালু পরিবহনের বাল্কহেড চৌহালীর যমুনা নদীর চরছলিমাবাদ এলাকায় ভিড়েছে। এদিকে গতকাল শুক্রবার নারায়নগঞ্জ ও টাঙ্গাইল এবং চৌহালী থানা নৌ পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক ও বাল্কহেড জব্দ করেছে। আটককৃতদের পরিচয় এবং কত কি পরিমান তেল উদ্ধার সে বিষয়ে জানা যায় নি।
মন্তব্য করুন