মোসারফ হোসেন গোল্ডকাপে কয়াওবাড়িয়াপাড়া মিলন সমিতি চ্যাম্পিয়ন
হেলিকপ্টারে এলো খেলোয়াড়

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মোসারফ হোসেন গোল্ডকাপে কয়াওবাড়িয়া পাড়া মিলন সমিতি চ্যাম্পিয়ন হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত খেলায় তারা কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুন ক্লাবকে ২-০ গেলো হারিয়ে এই গৌরব অর্জন করে।
উপজেলার কালীগ্রাম ইউনিয়নের গুয়াতা জি, এ, কে, বি ক্রীড়া সংঘের উদ্যোগে গত গত ১৭ নভেম্বর মোসারফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ১৬টি দল অংশ গ্রহণ করে।
সেই খেলায় কসবাপাড়া সূর্য তরুন ক্লাবের পক্ষ থেকে হেলিকপ্টার যোগে খেলোয়ারদেরকে নিয়ে গুয়াতা ফুটবল মাঠে উপস্থিত হয়। হেলিকপ্টারের আকর্ষণে হাজার হাজার দর্শক একনজর দেখার জন্য ভীড় জমায়। এই ফাইনাল খেলার মূল আকর্ষন ছিলো হেলিকপ্টার যোগে খেলায়ারদের মাঠে প্রবেশ করা।
এ দিকে এই খেলাকে কেন্দ্র করে এলাকায় সাড়া পড়ে গেছে। টুর্নামেন্টে কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুন ক্লাবের হয়ে ফাইনাল খেলায় অংশ নিতে হেলিকপ্টার যোগে খেলোয়াড়েরা মাঠে আসায় হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার গ্রামে আসবে এমন খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য কিশোর-কিশোরী নারী-পুরুষের ঢল নামে।
পরিস্থিতি সামাল দিতে রাণীনগর থানা পুলিশের হিমশিম খেতে হয়েছে। খেলার মাঠে তিল পরিমান জায়গা নেই। খেলার মাঠের চার পাশে উৎসব মুখর মানুষের ভিড়। যে যে ভাবে পারছে একনজর হেলিকপ্টার দেখার জন্য মাঠের চারপাশে অবস্থান নিয়েছে।
আরও পড়ুনসূর্য তরুন ক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন জানান, আমরা চুড়ান্ত খেলার যোগ্যতা অর্জন করি। তার ধারাবাহিকতায় আমাদের গ্রামবাসি এবং প্রবাসি কয়েক জন ভাইয়ের সহযোগীতায় স্থানীয়দের নতুন কিছু আনন্দ উপভোগ করাতে গিয়ে ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে এসে শনিবার দুপুর ১টার দিকে আমাদের গ্রামে নিয়ে আসি। এখান থেকে খেলোয়ারদেরকে নিয়ে তিন কিলোমিটার দূরে গুয়াতা খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। উৎসক জনতা এক নজর দেখার জন্য সকাল নয়টা থেকে এলাকায় ভীড় জমায়।
মোসারব গোল্ডকাপের প্রধান কর্ণধর রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারফ হোসেন জানান, আজকের ফাইনাল ফুটবল খেলায় কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুন ক্লাবের পক্ষ থেকে হেলিকপ্টার যোগে খেলোয়ার নিয়ে এসে এলাকায় উৎসব মুখর পরিবেশের অংশিদার হয়েছে তারা। সত্যিই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি তাদের দলের সফলতা কামনা করছি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, এখানে হেলিকপ্টার আনা হবে এমন খবর পাওয়ার সাথে সাথে সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এখানে অতিরিক্ত পুলিশ মতায়েন আছে। জনগণ জাতে কোন প্রকার ঝামেলা ছাড়াই এই ফাইনাল খেলা শান্তিপূর্ণ পরিবেশে উপভোগ করতে পারে তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন